রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৭

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দামকুড়া থানার কসবা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।
সোমবার সন্ধ্যার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয়রা। সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাজশাহীর দিক থেকে একটি অটোরিক্সা গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। এ সময় চাঁপাই নবাবগঞ্জের দিক থেকে ঢাকাগামী একটি বাস রাজশাহীর দিকে আসছিলো। পথিমধ্যে দামকুড়া থানা এলাকায় ঘটে এ দুর্ঘটনা। বাস ও অটোরিক্সা উভয়ের গতি বেশি থাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় অটোরিক্সাতে থাকা অটোরিক্সা চালক সহ ৯জন যাত্রীই আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মিডিয়া সেলের মুখপাত্র ডা. শঙ্কর কুমার শাহা।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনার পরপরই স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর আর বাকি দু’জন মোটামুটি বলা যায়। তবে, হাসপাতালে পৌছানোর আগেই দু’জন মারা গেছেন। তাদের রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদের কারো নাম, ঠিকানা, পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের স্বজনদের সাথে যোগাযোগ করা গেলে নিয়ম অনুসারে তাদের লাশ বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান রামেকের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর।
এ ঘটনায় বাসটির ড্রাইভার ও হেলপারকে আটক করে তাদের মারধর করে পুলিশে দেন এবং বাসটি আটকে রাখেন। এ ব্যাপারে একাধিকবার দামকুড়া থানার অফিসার ইনচার্জ ও তদন্ত অফিসারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের নাগালে পাওয়া যায়নি। এ কারণে আইনি প্রক্রিয়ার বিষয়ে কোনো কিছু জানা যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.