নিজস্ব প্রতিবেদক: গত ৫ আগস্ট ২০২৪ নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন-সহ ১০জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গেয়েন্দা পুলিশ (ডিবি)।
গ৩ ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃত মোঃ জাকির হোসেন অমি (২৮), সে রাজশাহীর বাগমারা থানার বাজেকোলা কাজিহাটা এলাকার মোঃ আমির হোসেন সরদারের ছেলে। বর্তমানে সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম আবাসিক এলাকার বাসিন্দা এবং রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১জন, মাদক মামলায় ১জন, অন্যান্য অপরাধে ৩জন এবং ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.