BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার ও সেবার মান উন্নয়নে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ে অসংক্রামক রোগ (NCD) নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের কার্যক্রম জোরদার এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হবিবুর রহমানের সভাপতিত্বে বুধবার সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা রাজশাহী বিভাগে হৃদরোগে মৃত্যুহার কমানোর ওপর জোর দেন এবং এনসিডি কর্নারের সেবার মান আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন। জানানো হয়, বর্তমানে বিভাগজুড়ে ১ লক্ষেরও বেশি উচ্চ রক্তচাপের রোগী এবং ৫০ হাজারেরও বেশি ডায়াবেটিস রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পাচ্ছেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ৬১ শতাংশ, যা অনেক উন্নত দেশের সমতুল্য। তবে, উদ্বেগজনকভাবে ২৪ শতাংশ রোগী নিয়মিত ফলোআপে আসেন না এবং ১৪ শতাংশ রোগীর উচ্চ রক্তচাপ এখনও অনিয়ন্ত্রিত।

বক্তারা ২০২৫ সালের মধ্যে দেশে হৃদরোগজনিত মৃত্যুহার এক-চতুর্থাংশ কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে আনা, উচ্চ রক্তচাপের ব্যাপকতা ১৮ শতাংশে নামানো এবং লবণ ব্যবহারের হার ২৫ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণের কথা জানান।

সভায় উপস্থিত ছিলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার (অব.) ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. নুরুল ইসলাম, বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. ইবনে ইমাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অতিরিক্ত পরিচালক ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. রোজী আরা খাতুন, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. রুহুল আমিন, রাজশাহী সিভিল সার্জন ডা. এস এম রাজিউল করিম, পাবনার ডা. আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জের ডা. নুরুল আমিন, নাটোরের ডা. মোক্তাদির আরেফিন, চাঁপাইনবাবগঞ্জের ডা. একেএম সাহাব উদ্দীন, বগুড়ার ডা. খুরশীদ আলম, নওগাঁর ডা. আমিনুল ইসলাম, জয়পুরহাটের ডা. আল মামুন, এবং এনসিডি প্রতিনিধি ডা. রাহাত চৌধুরী।

এই সমন্বয় সভা রাজশাহী বিভাগে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের উন্নতিতে সহায়ক হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নেহা কক্করের নামে ৬ লাখ টাকার প্রতারণা ওজন কমাতে ওজেম্পিক গুঞ্জন : ক্ষুব্ধ তামান্না ভাটিয়া বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের প্রক্রিয়ায় আনবো : পরিবেশ উপদেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮ প্রকল্প অনুমোদন চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত-৩ ব্রাহ্মণবাড়িয়ায় ডাবল মার্ডারের মূল হোতাসহ গ্রেফতার-২ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী নির্বাচনী ট্রাক চলমান, এটা রোধ করার ক্ষমতা কারো নাই : মিলন পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়