রাজশাহী বিজ্ঞান ও শিল্প গবেষনাগারের চাকুরীচ্যুত কর্মচারীদের প্রতীক অনশন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনাগার রাজশাহীর ৫৩ জন চাকুরিচূত্যুর কর্মচারীর চাকুরীতে পূনর্বহালের দাবিতে আজ রোববার (১৫মার্চ) প্রতীক অনশন কর্মসূচি পালন করা হয়েছে।

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত এই প্রতীক অনশনে চাকুরীচ্যুত্যুকর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। বিজ্ঞানাগারের সমানে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দিনব্যাপী এই অনশন চলে।

প্রতীক অনশন চলাকালে সেখানে সংহতি প্রকাশ করে অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, সহ- সভাপতি জাতীয় পার্টির নেতা সালাহউদ্দিন মিন্টু, সংগঠনের মতিহার অঞ্চলের নেতা সাহাদত হোসেন, সদস্য আশিকুল ইসলাম হানিফ প্রমুখ।

বক্তারা চাকুরীচ্যুত কর্মচারীদের চাকুরীতে অবিলম্বে পূণর্বাহালের দাবি জানান এবং এব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামানা করেন।

বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, চাকুরীচ্যুতদের পূণর্বহাল করা না হলে, লাগাতার আন্দোলন কর্মসূচী মাধ্যমে দাবি আদায় করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি সাইদুর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.