রাজশাহী নগরীর ১৯ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর দাওয়াতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর ১৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতায়াতে ইসলামীর দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চন্দ্রিমা থানাধীন শিরোইল কলোনির বিশ্ব গোডাউন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। 
১৯ নং ওয়ার্ড বাংলাদেশ জামাতে ইসলামি রাজশাহী মহানগর শাখার উদ্যোগে সভায় প্রধান মেহমান ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন।
১৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ মেহমান ছিলেন জামায়াতে ইসলামী মহানগর যুব বিভাগের সভাপতি সালাউদ্দিন আহমেদ, শাহমখদুম থানার যুব বিভাগের সভাপতি হাবিবুল আলম শিমুল, ১৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আহবায়ক (ইউনিট সভাপতি) মো: রফিকুল ইসলাম সহ মহানগর ও শাহমখদুম থানা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দাওয়াতী সভায় জামায়াতের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তেব্যে জসিম উদ্দিন বলেন, দীর্ঘ ১৬ বৎসর ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার নানা নাটক মঞ্চস্থ করে জামায়াত ইসলামকে সন্ত্রাসী, জঙ্গী, যুদ্ধাপরাধীর দল হিসেবে অপবাদ দিয়েছে। ফ্যাসিষ্ট সরকার দেশ থেকে পালানোর পর দেশের মানুষ বুঝতে পেরেছে জামায়াত জঙ্গী নয়, সন্ত্রাসী নয়, যুদ্ধাপরাধী নয়।
তিনি বলেন, হাসিনার আমলে যখন কোনো মাদক ব্যবসায়ীকে আটক করা হত এসময় তাদের নেতারা থানায় গিয়ে ওসিকে বলত মাদক সহ তাকে ছেড়ে দেন নয়লে বান্দরবান পাঠিয়ে দিব। এভাবে পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্র তারা ব্যবহার করেছে। আবু সাইদ আর মুগ্ধর মত ছাত্র জনতা জীবন দিয়ে মাতালদেরকে বিদায় করেছে।
জসিম উদ্দিন বলেন, এ পর্যন্ত অনেকগুলো সরকার দেখার সুযোগ হয়েছে অনেক গুলো নেতা এবং নেত্রী দেখার সুযোগ হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে আমরা প্রমাণ পেয়েছি তারা আমাদের কে সিরিকের দিকে ধাবিত করছে।
বাবার মূর্তি পূজা ছাড়াও অনেক বড় বড় রাজনৈতিক দল তাদের স্বামী অথবা নেতার দিকে সিরিক করার জন্য ধাবিত করেন। কিন্তু আমরা বিশ্বাস করি আসমান জমিন জিনি সৃষ্টি করেছেন তিনিই একমাত্র আইনের মালিক।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.