BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীর কাজলা যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাজশাহী নগরীর কাজলা যুব সমাজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাজলা যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে চারটায় মতিহার থানার কাজলা (ফুলতলা) ঈদগাহ মাঠে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়।

আশেপাশের কয়েকটি এলাকার শত শত ফুটবলপ্রেমী দর্শক মাঠে ভিড় জমান এবং উত্তেজনাপূর্ণ খেলাটি উপভোগ করেন। তরুণ খেলোয়াড়দের ক্রীড়ানৈপুণ্য আর দর্শকদের উচ্ছ্বাস মাঠের পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করে।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (২৮ নম্বর ওয়ার্ড) বিএনপির সভাপতি মোঃ মুস্তাক আহমেদ।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ পিয়াস আলী।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল কুদ্দুস ডলার, মোঃ তোফাজ্জল হোসেন বাবু, মোঃ নুরুল ইসলাম,মোঃ আতিকুর রহমান মুন্টু-সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম রবি বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ব এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। তিনি এই সুন্দর আয়োজন করার জন্য কাজলা যুব সমাজকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে মোঃ মুস্তাক আহমেদ বলেন, খেলাখুলা তরুণদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভৃমিকা পালন করে। আগামীতেও এ ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নেহা কক্করের নামে ৬ লাখ টাকার প্রতারণা ওজন কমাতে ওজেম্পিক গুঞ্জন : ক্ষুব্ধ তামান্না ভাটিয়া বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের প্রক্রিয়ায় আনবো : পরিবেশ উপদেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮ প্রকল্প অনুমোদন চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত-৩ ব্রাহ্মণবাড়িয়ায় ডাবল মার্ডারের মূল হোতাসহ গ্রেফতার-২ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী নির্বাচনী ট্রাক চলমান, এটা রোধ করার ক্ষমতা কারো নাই : মিলন পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়