রাজশাহী নগরীতে আনসার ভিডিপির বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক: বৃক্ষরোপন কর্মসূচি ১৯ ব্যাটালিয়ন আনসার ভিডিপির উদ্বোধনের পরেই রাজশাহী জেলা আনসার ভিডিপি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফলদ, বনজ ও ভেষজ চারা বিতরণসহ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে।
বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২ আগষ্ট) সকাল ১০টায় আনসার ও ভিডিপি রেঞ্জ এবং জেলা কার্যালয় প্রাঙ্গনে একটি আম ও বাতাবি লেবুর চারা রোপন করেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও উপজেলা এলাকা , বিভিন্ন ক্লাব ও সমিতির প্রাঙ্গনে ফলজ, ভেষজ ও বনজ গাছের চারা রোপন ও বিতরণ করা হয়। এ সময় সহকারী জেলা কমান্ড্যান্ট এলিন চাকমা, সার্কেল অ্যাডজুট্যান্ট আশরাফুন্নেসা খাতুন, উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সুজন রানাসহ জেলা ও উপজেলা আনসার ভিডিপির সদস্যগন উপস্থিত ছিলেন বলে জানান গনসংযোগ সহকারী সৈকত খন্দকার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.