রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক পাবনা থেকে উদ্ধার, গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক ডাঃ শাকিরা তাসনিমকে (২৬) পাবনা থেকে উদ্ধার করেছে র‌্যাব-৫। একই সাথে ৪জন অপহরণকারীকে গ্রেফতার এবং অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে তারা।
গত ৩১ ডিসেম্বর রাত ৮টার দিকে ‘পাবনা জেলার সদর থানাধীন মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসায় থেকে ডাঃ শাকিরা তাসনিমকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের মাস্টার মাইন্ড এবং মামলার মুল আসামি তানজিম খান তাজ (নিরব) (৩০) সহ ৩জন সহযোগীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, তানজিম খান তাজ (নিরব) পাবনা জেলার সাঁথিয়া থানাধীন বামনডাঙ্গা গ্রামের মোঃ আবু হানিফের ছেলে। সহযোগী মোঃ সেলিম মল্লিক (৩৫) সুজানগর থানাধীন চর গোবিন্দপুর গ্রামের শহীদ মল্লিকের ছেলে, সিরাজগঞ্জ জেলার চৌহালি থানাধীন বড়ংগাইল (দক্ষিন পাড়া) গ্রামের মোঃ সোলায়মানের ছেলে মোঃ সজিব হোসেন (২৩) এবং অপহরন কাজে ব্যবহৃত মাইক্রোবাসের চালক পাবনা সুজানগর থানার বদনপুর গ্রামের মৃত আমিনউদ্দিন মিয়ার ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৫)।
বুধবার (০১ জানুয়ারি) সন্ধ্যাায় র‌্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গত ৩০ ডিসেম্বর ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকার নিজের বাড়ি থেকে ডাঃ শাকিরা তাসনিম (২৬) এবং তার পিতা আবু তাহের মোঃ খুরশীদ’ কে অপহরণ করে দুর্বৃত্তরা। পরবর্তীতে ভিকটিমের পিতাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা এলাকায় আহত অবস্থায় গাড়ী থেকে ফেলে দিয়ে চলে যায় অপহরণকারীরা।
ঘটনাটি দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
উল্লেখিত মামলার প্রেক্ষিতে অপহৃত ডাঃ শাকিরা তাসনিমকে উদ্ধার ও অপহরনকারীদের গ্রেফতারে অভিযানে নামে র‌্যাব।
এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-৫ এবং র‌্যাব-১২ এর একটি যৌথ টিম গত ৩১ ডিসেম্বর রাতে ‘পাবনা সদর থানার মনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অপহৃত ডাঃ শাকিরা তাসনিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং ৪ জন অপহরণকারীকে গ্রেফতার করা হয়।
র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত ভিকটিমকে মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন এবং অপহরণকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রিমা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.