BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী টেবিল টেনিস অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

রাজশাহী টেবিল টেনিস অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে দুইদিনব্যাপী অনুষ্টিত অনুর্ধ্ব-১৬ বালক বালিকাদের টেবিল টেনিস টুর্নামেন্ট শেষ হয়েছে। ফাইনাল খেলায় বালক দৈত্বে, রিফাত, বালক এককে রাব্বি ইসলাম , বালিকা দৈত্বে , রাফি ও বালিকা এককে বুলবুলি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শনিবার (২৫ অক্টোবর) খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী।

এর আগে তিনি বলেন খেলাধুলায় হারজিত আছে তাই বলে পিছিয়া যাওয়া যাবেনা। সব সময় অনুশিলন করতে হবে ভবিষ্যতে যেন জয়লাভ করা যায়।

এ সময় ক্রীড়া অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মেহেদী হাসান, মেহেদী হাসান পুলক, শিক্ষা প্রতিষ্টানের কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, এই টুর্নামেন্টে রাজশাহীর ৯টি শিক্ষা প্রতিষ্টানের ২০ জন বালক বালিকা অংশ গ্রহন করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নেহা কক্করের নামে ৬ লাখ টাকার প্রতারণা ওজন কমাতে ওজেম্পিক গুঞ্জন : ক্ষুব্ধ তামান্না ভাটিয়া বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের প্রক্রিয়ায় আনবো : পরিবেশ উপদেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮ প্রকল্প অনুমোদন চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত-৩ ব্রাহ্মণবাড়িয়ায় ডাবল মার্ডারের মূল হোতাসহ গ্রেফতার-২ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী নির্বাচনী ট্রাক চলমান, এটা রোধ করার ক্ষমতা কারো নাই : মিলন পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়