রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট গ্রেফতার ৩০

রাজশাহী জেলা পুলিশগত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট গ্রেফতার ৩০ জন। গোদাগাড়ী থানায় ২০০ গ্রাম গাঁজাসহ আসামি মোঃ হবি(৩৮), পিতা-মৃত নজরুল ইসলাম, সাং-মোহরাপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৪ জন।

তানোর থানায় মোট গ্রেফতার ০৫ জন। মোহনপুর থানায় ৩০০ গ্রাম গাঁজাসহ আসামি মোঃ মইফুল সরদার(৪২), পিতা-মৃত নীলচাঁদ সরদার, সাং-বাটুপাড়া, থানা-মোহনপুর, জেলা-রাজশাহীকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৩ জন। পুঠিয়া থানায় মোট গ্রেফতার ০২ জন। বাগমারা থানায় মোট গ্রেফতার ০২ জন। দূর্গাপুর থানায় মোট গ্রেফতার ০৬ জন। চারঘাট থানায় ১২ গ্রাম হেরোইনসহ আসামি মোঃ উজ্জল সরদার(৩৫), পিতা-মোঃ আজিজুল সরদার, সাং-টাংগন পূর্বপাড়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে গ্রেফতারসহ থানায় মোট গ্রেফতার ০৪ জন। বাঘা থানায় মোট গ্রেফতার ০৪ জন।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র মোঃ আব্দুর রাজ্জাক খাঁন এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.