আইন-আদালতব্রেকিং নিউজরাজশাহী রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক-১৭ ও মাদকদ্রব্য উদ্ধার By বার্তা কক্ষ On আগস্ট ৩১, ২০২৩ Share রাজশাহী জেলা পুলিশ: গত ২৪ ঘন্টায় (৩১/০৮/২০২৩ খ্রি.) রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোহনপুর থানা ০৩ জন, দুর্গাপুর থানা ০৪ জন, পুঠিয়া থানা ০৪ জন ও চারঘাট থানা ০৬ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ০৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৮ জনকে মাদকদ্রব্য-সহ ও অন্যান্য অপরাধে ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সংবাদ প্রেরক মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, রাজশাহী। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.