রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক-১৩ জন ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী জেলা পুলিশ: গত ২৪ ঘন্টায় (২১-০৩-২০২৩ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০১ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০৪জন, চারঘাট মডেল থানা ০১ জন ও বাঘা থানা ০৫ জনকে আটক করে।
যার মধ্যে ০৪ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি, ০৫ জনকে মাদকদ্রব্যসহ ০৪জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
তানোর থানা পুলিশ ১নং শ্রী বেড়জন মার্ডি (৫৫) কে ৩৫ লিটার চোলাই মদসহ আটক করে।
বাগমারা থানা পুলিশ ১নং মোঃ আতাউর রহমান (৩৭), ২নং মোঃ রাসেল সরদার (২৯) ও ৩নং মোঃ গোলাম মোস্তফা (৩৬) কে ১২.৩০গ্রাম হেরোইনসহ আটক করে।
বাঘা থানা পুলিশ ১নং মোঃ আফাজ সরদার (৪৯) কে ২০০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.