নিজস্ব প্রতিবেদক:রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত টেবিল টেনিস প্রতিযোগিতার শেষ দিনে সকল ইভেন্টের ফলাফলের ভিত্তিতে ভিক্টোরিয়া ক্রীড়া চক্রকে দলগত চ্যাম্পিয়ন ও উপশহর স্পোর্টিং ক্লাব রানারআপ হয়েছে।
এছাড়াও বালক দলগত দ্বৈতে আবিদ-১.আবিদ-২ ও মাহিন, বালক এককে আরিফ হাসনাত আবিদ,বালক দ্বৈতে মোঃ সাদিকুম সাদাত ও এ,কে ফারহান আহমেদ, মহিলা দলগত বিভাগে আশা, রিপা ও নিশাত, মহিলা এককে মোসাঃ আফসানা আক্তার আশা, মহিলা দ্বৈতে মোসাঃ রুমানা হক একা, পুরুষ দলগত বিভাগে তনু,প্রান্ত ও ফরিদ, পুরুষ এককে মোঃ জাকিরুল ইসলাম, পুরুষ দ্বৈতে মুুহাম্মদ মেহেদেী হাসান ও মোঃ জাকিরুল ইসলাম, মিশ্র দ্বৈতে মুহাম্মদ মেহেদী হাসান ও মোসাঃ আফসানা আক্তার আশা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রায় ২৫ জন খেলোয়াড় অংশ গ্রহন করেন।
বৃহস্প্রতিবার (৩১ আগষ্ট) খেলা শেষে জেল্ াটেবিল টেনিস সমিতির আহবায়ক এ,কে এম, মোহায়মেনুল হক নিশানের সভাপতিত্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুুন নবী।
বিশেষ অতিথি হিসেবে জেলা টেবিল টেনিস সমিতির সদস্য সচিব মোঃ তৌহিদ উদ্দিন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসানই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.