রাজশাহী জেলা ছাত্রদলের মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলা ও পৌরসভা থানা ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং সুসংগঠিত করার লক্ষে আজ রোববার বিকেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল।

প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি।

প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি ।

এছাড়াও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান মিতু, মাইনুল ইসলাম ও মাসুম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন আহম্মেদ সুমন, আল আমিন রিমন, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিদ্যুৎ ও জারজিস আলীসহ দূর্গাপুর উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মূলত উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটির গঠনের লক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ছাত্রদল নেতাকর্মী নিজ নিজ কর্মদক্ষতা নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.