রাজশাহী কলেজ কর্তৃক বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ। বাঙালির সংস্কৃতি এবং গ্রাম বাংলার ইতিহাস-ঐতিহ্যের স্মারক বাংলা নববর্ষকে তারুণ্যের উদ্দীপনায় বরণ করে নিতে রাজশাহী কলেজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায় সকাল সাড়ে ৮টায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. জহুর আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলীর নেতৃত্বে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র আয়োজন করা হয়।
শোভা যাত্রাটি কলেজের রবীন্দ্র- নজরুল চত্বও হতে শুরু হয়ে শহরের আলুপট্টির মোড় প্রদক্ষিণ করে অত্র কলেজের প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকার, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজউদ্দীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার ব্যানার, ফেস্টুন, বাঙালি সংস্কৃতি ও গ্রাম বাংলার ইতিহাস-ঐতিহ্যকে ধারণ কওে বিভিন্ন চিত্র সম্বলিত ব্যানার, মোটিভ এবং নববর্ষেও রঙিন পোশাকে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। সাড়ে ৯টায় অধ্যক্ষ প্রফেসর মু. যুহুর আলী এবং উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী কলেজের রবীন্দ্র- নজরুল চত্বরে নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এরপর সকাল সাড়ে ১০টায় এ কলেজের পদ্মপুকুর দক্ষিণ পাড়ে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী।
অধ্যক্ষ প্র্রফেসর মুঃ যহুর আলী বলেন-বাংলা নববর্ষ বাঙালির আত্মপরিচয় ও ঐক্যের প্রতীক। এ দিবসটিকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশের আপামর জন সাধারণকে স্বদেশের সমাজ-সংস্কৃতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.