রাজশাহী কলেজে নজরুল চেতনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: “কাজী নজরুল চিরন্তন জাগরণের চির সংগ্রামের কবি” অঙ্গীকার কে ধারণ করে রাজশাহী কলেজ বিসিএস প্রিপারেশন ক্লাবের উদ্যোগে নজরুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় রাজশাহী কলেজ কামরুজ্জামান ভবনের ১০১ নাম্বার রুমে কবি কাজী নজরুল ইসলামের চেতনা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী।
বিসিএস প্রিপারেশন ক্লাবের উপদেষ্টা ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো: পারভেজ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী কলেজ অধ্যক্ষ বলেন, কাজী নজরুল ইসলাম সর্বদা তার বিদ্রোহী লেখার মাধ্যমে অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ এবং সকলের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে গেছেন। তার অন্যায়ের বিপক্ষে বিদ্রোহী মনোভাব থেকে শিক্ষা নিয়ে আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলে সম্মিলিত ভাবে কাজ করে যেতে হবে।
নজরুল সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো: জুয়েল কিবরিয়া। প্রধান আলোচকের বক্তব্যে তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকের উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য সকলের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিসিএস ক্লাবের উদ্যোগে আয়োজিত মাসিক প্রতিয়োগিতামূলক পরিক্ষায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষ বিসিএস প্রিপারেশন ক্লাবের উদ্যোগে নজরুল কীর্তি পরিবেশ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ফারজানা ইসলাম, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.