নিজস্ব প্রতিবেদক: “মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলীদান লেখা আছে অশ্রুজলে” স্লোগাকে সামনে রেখে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে জুলাই অভ্যুত্থানের চেতনাভিত্তিক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহীম আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো: সেরাজ উদ্দীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ নাফিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসা: ইয়াসমীন আকতার সারমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম ও প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মহুয়া জান্নাত।
এ সময় প্রফেসর ড. মো: ইব্রাহীম আলী বলেন, আমাদের শিক্ষার্থীরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা দুর্নীতিহীন, শোষণ মুক্ত, বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের শিক্ষার্থীরা জুলাই বিপ্লবকে সঠিকভাবে ধারণা করলে বিপ্লব পরিপূর্ণতা পাবে তা না হলে বিপ্লব ব্যর্থ হবে।
তিনি আরো বলেন, বর্তমানে বিপ্লবকে ব্যর্থ করার জন্য নানা চক্রান্ত চলছে আমরা শিক্ষার্থী জনতা যেন এই চক্রান্তে প্রভাবিত না হই সেই বিষয়ে আমাদের সচেতন ও সতর্কতা অবলম্বন করতে হবে।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের চেতনাভিত্তিক আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ফারজানা ইসলাম, রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.