রাজশাহীর বানেশ্বরে র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান, ১ লাখ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বানেশ্বর পূর্বপাড়া এলাকায় ভেজাল বিরোধী যৌথ অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৫, রাজশাহী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়। এ সময় ভেজাল রংযুক্ত মুগ ডাল তৈরীর অপরাধে ভাই ভাই এন্টার প্রাইজ ডাউল মিলের মালিক মোঃ রফিকুল ইসলামকে ১লাখ টাকা জরিমানা করা হয়।
মিল মালিক মোঃ রফিকুল ইসলাম (৬০), সে রাজশাহীর চারঘাট থানার মাড়িয়া গ্রামের জফির উদ্দিনের ছেলে।
বুধবার (২১ ফেব্রয়ারী) র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞ এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১ টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া (বানেশ্বর বাজার) এলাকায় ভাই ভাই এন্টার প্রাইজ ডাউল মিলের ভিতর যৌথ অভিযান পরিচালনা করে রাজশাহীর সদর কোম্পানী এবং মোঃ ইব্রাহীম হোসেন, উপ-পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রাজশাহী। এ সময় মিলের ভেতর ভেজাল (রংযুক্ত) ১৪,৯০০ কেজি মুগ ডাল ও মানব দেহের জন্য ক্ষতিকর ২কেজি রং উদ্ধার করা হয়।
একই সময় ভাই ভাই এন্টার প্রাইজ ডাউল মিলের মালিক মোঃ রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৪১ ধারায় (অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের অপরাধে) ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানাকৃত অর্থ সরকারী কোষাগারে জমা করা হয় এবং উদ্ধারকৃত দ্রব্যাদি উপ-পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও জনসাধরণের সম্মুখে ধ্বংস করা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মিল মালিক স্বিকার করে বলেন, অধিক মুনাফার জন্য ভেজাল (রংযুক্ত) মুগ ডাল প্রস্তুত করে বাজারে সরবরাহ করে থাকেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.