নিজস্ব প্রতিবেদক: এলাকার মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম মাদক সম্রাট বেল্লাল মন্ডল। রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চল খানপুর গ্রামের মোঃ সামসেদ মন্ডলের ছেলে।
দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অস্ত্র ব্যবসা, মাদক, হুন্ডি ও কৃষকদের জমি জোরপুর্বক দখলসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত, সে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের একাধিক মামলারও আসামী।
পতিত সরকারে সাবেক এমপি (পররাষ্ট্রমন্ত্রী) শাহরিয়ার আলমের ছত্রছায়ায় একটি শক্তিশালী অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে। ক্ষমতার পটপরিবর্তনের হলেও তার আধিপাত্য এখনও ধরে রেখেছেন বলে জানিয়েছেন খানপুর গ্রামে বসবাসকারিরা।
বেল্লাল মন্ডলের নামে রাজশাহীর বাঘা, চারঘাট, নাটোরের লালপুর এবং কুষ্টিয়ার দৌলতপুর ও ভেড়ামারা থানায় অস্ত্র, মাদক এবং হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। জমি দখল ও কৃষকদের শোষণ বেল্লাল পদ্মা নদীর তীরে জেগে ওঠা হাজার হাজার বিঘা খাস জমি এবং প্রাকৃতিকভাবে গড়ে ওঠা খেড় জোরপূর্বক বিক্রি করেন।
প্রকৃত জমির মালিকদের দমন করে তিনি কৃষকদের কাছ থেকে জমি লিজের নামে মোটা অঙ্কের টাকা আদায় করেন। যারা তার শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানায়, তাদের ওপর চালানো হয় শারীরিক নির্যাতন। অঞ্চলজুড়ে তার শত শত গরু-মহিষের বাতান রয়েছে। এসব গবাদি পশু চরাতে কৃষকদের কাছ থেকেও জোরপূর্বক টাকা আদায় করা হয়।
বেল্লালের অপরাধ সাম্রাজ্যের আরেকটি বড় দিক হলো পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধ অস্ত্র ও মাদক আমদানি। এলাকাবাসীর দাবি, তার কাছে এসব পণ্য আনা অত্যন্ত সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি একটি সুসংগঠিত মাদক ব্যবসার চক্র পরিচালনা করছেন।
রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার বেল্লাল মন্ডল একসময় আওয়ামী লীগের সাবেক এমপি ও স্থানীয় নেতাদের সঙ্গে আঁতাত করে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যা ও গুমের অভিযোগে জড়িত ছিলেন বলে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন রয়েছে।
বর্তমানে তিনি বিএনপির নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করছেন বলে জানা গেছে। প্রতিবাদে ভয় আর নীরবতা অঞ্চলের সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায়। তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই নেমে আসে শারীরিক নির্যাতন এবং জীবননাশের হুমকি। বেল্লাল মন্ডলের অপরাধ কার্যক্রমে পুরো এলাকা আতঙ্কিত।
আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতা বেল্লালের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
পার্শ্ববর্তী দেশ থেকে মাদক ও অস্ত্র পাচারের মতো গুরুতর অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ধরনের অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এব্যাপারে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: রফিকুল আলম বিটিসি নিউজকে বলেন, মাদক ব্যবসায়ীরা যত বড় শক্তিশালী বা রাজনৈতিক ছত্রছায়ায় থাকুকনা কেন কোন ছাড় দেওয়া হবেনা। তাদের আইনের আওতায় নিয়ে অসা হবে। এছাড়া বেল্লাল মন্ডলের গ্রেফতারের ব্যাপারে তিনি বলেন, তাকে গ্রেফতারে অতিশিঘ্রই মাঠে কাজ শুরু করবে পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.