রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৪৫বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-১

রাজশাহী জেলা পুলিশ: রাজশাহী জেলার চারঘাট থানাধীন মেরামতপুর মন্ডলপাড়া গ্রাম হতে রাত ০৯:৪০টায় একজন মাদক কারবারিকে ৪৫ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতার কৃত অভিযুক্তের নাম মোঃ জিল্লুর রহমা নপিটার (৩৪)।
সে রাজশাহী জেলার চারঘাট থানাধীন গোপালপুর স্কুল পাড়া গ্রামের মৃ তআঃ হাকিমের পুত্র।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ দাউদ উজজামান আকাশ ফোর্স-সহ গতকাল ২০ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৯:২০ টায় চারঘাট থানাধীন হল মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল।
তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানা ধীন মেরামতপুর মন্ডল পাড়া গ্রামস্থ ভিপি নৈয়ব স্মৃতি সড়ক মোড়ের পাকা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান কর ছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র )মোঃ দাউদ উজজামান আকাশ ফোর্স-সহ গতকাল ২০ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৯:৩০ টায় অভিযান পরিচালনা করে।
এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে রাত ০৯:৪০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ জিল্লুর রহমান পিটারের দেহ তল্লাশি কালে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে অবৈধ মাদক দ্রব্য ৪৫বোতল ফেন্সিডিল-সহ তাকে গ্রেফতার করে।
ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতার কৃত অভিযুক্ত মোঃ জিল্লুর রহমান পিটারের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
সংবাদ প্রেরক মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.