রাজশাহীর ডিবি কর্তৃক ৫০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার-১

রাজশাহী জেলা পুলিশ: রাজশাহী জেলার বাঘা থানাধীন বারশতদিয়ার গ্রাম হতে বিকাল ০৫:৫০ টায় একজন মাদক ব্যবসায়ীকে ৫০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: লালন শেখ (৩৫)। মো: লালন শেখ রাজশাহী জেলার বাঘা থানাধীন বারশতদিয়ার গ্রামের মো: জমশেদ শেখের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মো: রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্স-সহ গতকাল শনিবার (২৫ নভেম্বর) বিকাল ০৫:৩০ টায় রাজশাহী জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার বাঘা থানাধীন বারশতদিয়ার গ্রামস্থ পলাতক আসামি মো: কামরুল ইসলামের বসত বাড়ির সামনে পাকা রাস্তার ওপর দুইজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হিরোইন নিয়ে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্, বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সনাতন চক্রবর্তীর নির্দেশে এসআই (নিরস্ত্র) মো: রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্স-সহ বিকাল ০৫:৪০ টায় অভিযান পরিচালনা করে।
এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিকাল ০৫:৫০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: লালন শেখের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচরে গোঁজানো একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখ বন্ধ অবস্থায় বাদামি বর্ণের গুড়া পদার্থ হেরোইন ৩০ গ্রাম এবং পলাতক আসামির ঘটনাস্থলে ফেলে যাওয়া ২০ গ্রাম-সহ সর্বমোট ৫০ গ্রাম হিরোইন-সহ তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: কামরুল ইসলাম (৪৫), পিতা-মো: মোকছেদ আলী, সাং-বারশতদিয়ার, থানা-বাঘা, জেলা-রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়।
হিরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
সংবাদ প্রেরক মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.