রাজশাহীর চারঘাটে অস্ত্র ও ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেপ্তার!!!
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে অস্ত্র ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার রাত ১০টার দিকে উপজেলার তাতারপুর স্কুলপাড়া জামে মসজিদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে। রাজশাহী পুলিশ সুপারের ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোক্তার হোসেন। সে উপজেলার চামটা গ্রামের সাইদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্যসহ বিভিন্ন আইনে ৮টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজশাহী জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জেলা ডিবির ওসির নেতৃত্বে চারঘাটে অভিযান পরিচালিত হয়। এ সময় তাতারপুর এলাকা থেকে একটি বিদেশী তৈরী এলজি ও ২০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট মুক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.