রাজশাহীর আমচত্ত্বরে র‌্যাব-৫ এর অভিযানে আনসার আল-ইসলামের ১ সক্রিয় সদস্য গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: র‌্যাব-৫ এর অভিযানে রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে রাজশাহী মহানগরীর আমচত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম হলো, হাসানুজ্জামান ফয়সাল (১৯) পিতা- মোঃ হাবিল উদ্দিন, গ্রাম- তুরুকবাড়িয়া, থানা- মান্দা, জেলা- নওগাঁ। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার একটি মামলার পলাতক আসামী ফয়সাল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
অপারেশনের সময় তার কাছে থেকে যথাক্রমে, (ক) উগ্রবাদী লিফলেট, (খ) রিমোট কন্ট্রোল ডিভাইস, (গ) ব্যাগ প্যাড, উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও র‌্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, অভিযানটি পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের এই সদস্যকে গ্রেফতারের বিষয়টি গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) ২০২০ ইং গভীর রাতে র‍্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প থেকে ই-মেইলের মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসি নিউজকে নিশ্চিত করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.