রাজশাহীতে ৯ জনের যাবজ্জীবন আ.লীগ নেতা হত্যা মামলায়

 

নিজস্ব প্রতিবেদকআজ বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগ নেতা আবু খান (৫৫) হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় দেন। রায় ঘোষণা শেষে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৭ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন আরিফুল ইসলাম আরিফ (২৪), রবিউল ইসলাম (২৭),আহসান হাবিব (২৩), আলমাস খান (২৮), আইয়ুব আলী (৩২), মকবুল হোসেন (২৮), রুবেল হোসেন (২৬), সবুজ আহমেদ (২২) ও মো. রাব্বানী (২৩)। সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এন্তাজুল হক বাবু বিটিসি নিউজকে জানান, খাস পুকুর নিয়ে দ্বন্দ্বের জের ধরে ২০১৪ সালের ২৯ মার্চ সিংড়ার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইড়-বালাল গ্রামের মৃত শুকাই খানের ছেলে আবু খানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহত আবু খানের ছোট ভাই ওসমান খান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, মামলার তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সেকেন্দার আলী ২৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে দ্রুত নিষ্পত্তির জন্য নাটোরের আদালত থেকে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এখানে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.