রাজশাহীতে হোমিওপ্যাথি ঔষধ বিক্রির আড়ালে বিক্রিত বিপুল পরিমাণ অ্যালকোহল সহ গ্রেফতার-২

বিশেষ প্রতিনিধি: র‍্যাব প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৫ মার্চ ২০২৫ ইং তারিখ রাত্রী- ০০.১৫ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বাকশৈল নামক এলাকায় অভিযান পরিচালনা করেন র‍্যাব-৫ এর একটি চৌকস অভিযানিক দল। ওই সময় মাদকদ্রব্য অ্যালকোহল’সহ অন্যান্য দ্রব্যাদি উদ্ধার পূর্বক ২-জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযানে গ্রেফতার আসামীরা হলেন, ১/ মোঃ মোস্তাক আল রুবিন (৫২), পিতা- মৃত আব্দুল মতিন, সাং মাতুয়াল, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা, ২/ মোঃ আব্দুস সালাম মৃধা (৩৫), পিতা- মৃত সিরাজ মৃধা, সাং- পূর্ব আলিপুরা, থানা- দশমিনা, জেলা- পটুয়াখালী।
আসামীদ্বয়ের হেফাজত হতে জব্দকৃত দ্রব্যাদি যথাক্রমে, (ক) অ্যালকোহল (স্পিরিট)- ১৪৩৫ বোতল (১৪৩.৫ লিটার), (খ) মাইক্রোবাস- ০১ টি, (গ) লাইসেন্স/বই- ০৩ টি, (ঘ) অ্যালকোহল সেবনের পাত্র- ০২টি, (ঙ) মোবাইল ফোন- ০৩ টি, (চ) সীম কার্ড- ০৩ টি, (ছ) নগদ- ৪৯,৮০০/- (উনো পঞ্চাশ হাজার আটশো) টাকা, (জ) গাড়ীর কাগজপত্র- ০১ সেট উদ্ধার করেন।
ঘটনার বিবরণে প্রকাশ: গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কেশরহাট বাজারে একটি মাদক ব্যবসায়ী চক্র ঢাকা হতে মাইক্রো বাসে পরিবহন করে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য বহন করে নিয়ে আসবে। মাদকদ্রব্য গুলো রাজশাহী জেলা ও মহানগরী বিভিন্ন জায়গায় চালান দিবে।
পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে, র‍্যাবের একটি গোয়েন্দা দল আসামীদের গতিবিধি পর্যবেক্ষন ও অনুসরণ শুরু করেন। অদ্য তারিখ রাতে মোহনপুর কেশর হাট বাজারের পূর্বপার্শ্বে বাকশৈল গ্রামস্থ কাঁচা রাস্তার ধারে উক্ত মাদক ব্যবসায়ী মাইক্রোবাসে মাদক পরিবহণ করতঃ ডেলিভারি প্রদান কালীন র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে অবৈধ মাদকদ্রব্য ও পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস সহ হাতে নাতে গ্রেফতার করেন। ওই সময় মাইক্রোবাস তল্লাশী করে ১৪৩৫ বোতল অবৈধ অ্যালকোহল, নগদ টাকা ও অন্যান্য আনুষঙ্গিক আলামত জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয় আন্তঃ জেলা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ বিক্রয়ের আড়ালে অধিক লাভবানের আশায় রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট ৯০% অ্যালকোহল যুক্ত মাদক বিক্রয় করে আসছিল।
অনুসন্ধানে আরও জানা যায়, ঢাকাতে তাদের নিজস্ব ফ্যাক্টরীতে উক্ত অ্যালকোহল প্রস্তুত করে। মরণঘাতী এই মাদক সেবনে অতি সম্প্রতি মোহনপুরে প্রাণ হানির ঘটনাও ঘটেছে। এ ঘটনায় উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৫, কতৃক রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কেশর হাট বাজারের পূর্বপার্শ্বে বাকশৈল গ্রামস্থ কাঁচা এলাকায় অভিযান চালিয়ে হোমিওপ্যাথি ঔষধ বিক্রির আড়ালে বিক্রিত বিপুল পরিমাণ অবৈধ অ্যালকোহল উদ্ধার পূর্বক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি শনিবার (১৫-ই মার্চ ২০২৫ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিটিসি নিউজকে নিশ্চিত করা হয়।
ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.