নিজস্ব প্রতিবেদক: হাতবোমার বিস্ফোরণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পায়ে হাতবোমার স্প্রিন্টার লেগেছে।
আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর এলাকায় হাতবোমা বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম সংগ্রাম কুমার (২৪)। তিনি রুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক (ইইই) বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বিটিসি নিউজকে বলেন, ‘রুয়েট থেকে অটোরিকশায় আসার পর নেমে ভাড়া দিচ্ছিলেন সংগ্রাম। এ সময় পাশে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং এর একটি স্প্রিন্টার সংগ্রামের পায়ে লাগে।’
ওসি আরও বলেন, ‘লোকজন মনে করেছে গাড়ির টায়ার পাংচার হয়েছে। কে কোন জায়গা থেকে হাতবোমা মেরেছে তা কেউ দেখেনি। আগে থেকে সেখানে থাকা হাতবোমার বিস্ফোরণ হয়েছে কি না তাও জানা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.