নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি। শনিবার (১৮ নভেম্বর) রাতে রাজশাহীর সাহেব বাজারে দলটির নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে তাদের ধাওয়া দেয়। পরে মিছিল থেকে ৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, সন্ধ্যায় বিএনপির কয়েকজন নেতাকর্মী হরতালের সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করে। এ সময় দলটির ৫ নেতাকর্মীকে আটক করা হয়।
ওসি আরও জানান, এই ঘটনার পর থেকেই রাজশাহী সাহেব বাজার এলকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। আটককৃত বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এদিকে মিছিলে পুলিশের ধাওয়া খেয়ে ঘটনাস্থলে পড়ে গিয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশা আহত হয়েছেন বলে দাবি করেছেন নগর বিএনপির নেতাকর্মীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.