রাজশাহীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার আসামী মোহনপুরে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ সাজ্জাদুর রহমান সিজানকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২০ নভেম্বর) দুপুর দেড়টায় মোহনপুর থানাধীন বাকশৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ সাজ্জাদুর রহমান অরফে সিজান, সে রাজশাহীর বাগমারা থানার রুদ্রমুখা গ্রামের মোঃ বকুল হোসেনের ছেলে।
সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে ডাঁসমারী হাই স্কুলের ৯ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে তুলে নিয়ে তার এক বন্ধুর বাড়ীতে টানা ৩দিন আটক রেখে ধর্ষণ করে। পরবর্তীতে ছাত্রীর মা বাদী হয়ে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ওই মামলায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের গোয়েন্দা দলের তৎপরতায় ধর্ষক সাজ্জাদুর রহমান সিজানকে মোহনপুর থেকে গ্রেফতার করা হয়।
সোমবার মহানগরীর মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.