রাজশাহীতে সাতদিন ধরে বৃদ্ধ নিখোঁজ; মুক্তিপণ দাবি
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় সুলতান আলী (৫২) নামের এক ব্যক্তি ৭ দিন ধরে নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। তার নিখোঁজে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
খোঁজ নিয়ে জানা যায়,তাকে গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চকছাতারী গ্রামে নিজ বাসা থেকে মোবাইলে ডেকে নেয়া হয়। তারপর আর বাড়ি ফিরেননি তিনি। তিনি মৃত আবদুল প্রামানিকের ছেলে। তিনি পেশায় একজন পরিবহন শ্রমিক।
তার দুই মেয়ে এবং এক ছেলে। একমাত্র ছেলে সজিব আলী ইতালি প্রবাসী।
তার স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে তার স্ত্রী রানু বেগম বাদি হয়ে গত ৩রা ফেব্রুয়ারী বাঘা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। জিডি নম্বর ১১৯, তারিখ ০৩/০২/১৯ ই.।
জিডি থেকে জানা যায়, সুলতান আলীর গায়ের রং শ্যামলা, উচ্চতা সাড়ে ৫ ফুট, মুখমন্ডল গোলাকার, পরনে ছিল সাদা ট্রাউজার, কালো কোর্ট ও সাদা শার্ট।
এ বিষয়ে তার স্ত্রী রানু বেগম বলেন, নিখোঁজের তিনদিন পর দুপুরের দিকে আমার ব্যবহৃত মোবাইলে ০৯৬৩৮৫৪৮৫০৯ নম্বর থেকে ফোন আসে। তারপর মুক্তিপণ দাবি করা হলে আমরা টাকাও দিয়ে দিই।
নিখোঁজ সুলতান আলীর মেয়ে শিমা আক্তার বিটিসি নিউজকে জানান,বাবার মুক্তি দিবে বলে তাদের দেয়া ০১৬৩৯২৩৭৯৮৯ নম্বরে ইতোমধ্যে ৫০ হাজার টাকা দিয়েছি।কিন্তু এখনো কোনো খোঁজখবর পাচ্ছি না।
কেউ সুলতান আলীর সন্ধান পেয়ে থাকলে জরুরী ভিত্তিতে ০১৭১৭-৩৯৪৯৯১ নম্বরে অথবা পুলিশকে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বিটিসি নিউজকে বলেন, আমি ঢাকায় ছিলাম সঠিক জানিনা।তবে কুমিল্লায় একজনের খোঁজ পাওয়া গেছে।আমি কনফার্ম না সেই বৃদ্ধ সুলতান আলী কিনা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.