নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে শ্রেণিকক্ষের ভেতরে এক ছাত্রীকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে মারধরের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। পরে আহত ওই ছাত্রীকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দিকে খবর পেয়ে আহত ওই স্কুলছাত্রীকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান ইউএনওসহ শিক্ষা কর্মকর্তারা।
আজ বুধবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পাঁচুবাড়ী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী ওই বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে।
অভিযুক্ত শিক্ষক হলেন, আব্দুর রাজ্জাক। তিনি ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।
ভুক্তভোগী ছাত্রীর মা বিটিসি নিউজকে জানান, বুধবার শ্রেণিকক্ষে বিজ্ঞান ক্লাসে নিতে যান শিক্ষক আব্দুর রাজ্জাক। ক্লাসে ঢুকে তিনি এক ছাত্রকে বেত নিয়ে আসতে বলেন। ওই ছাত্র বেত না, পেয়ে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে শ্রেণিকক্ষে যায়। পরে ক্লাস চলাকালীন ক্লাসের শিক্ষার্থীরা হট্টগোল শুরু করলে তার মেয়েকে স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারপিট করেন।
তিনি বলেন, ‘আমার মেয়ে আগে আব্দুর রাজ্জাকের কাছে প্রাইভেট পড়ত। কিছুদিন পূর্বে তার কাছে প্রাইভেট ছেড়ে দিয়ে অন্য শিক্ষকের কাছে প্রাইভেট নেন। এ কারণে আমার মেয়ের সঙ্গে তিনি খারাপ আচরণ করতেন।’
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনার পর তারা এ বিষয়ে মীমাংসা হয়ে গেছেন। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’ বলে ফোনের সংযোগ কেটে দেন তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল হক বিটিসি নিউজকে বলেন, ‘আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই শিক্ষার্থীর খোঁজ-খবর নিয়েছি। তার শরীরে একটি আঘাতের চিহ্ন রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবককে ডেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও) কৃষ্ণ চন্দ্র বিটিসি নিউজকে বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে ওই শিক্ষার্থীকে দেখতে গিয়েছি। চিকিৎসকের সঙ্গেও কথা বলেছি। ওই শিক্ষার্থীর হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.