রাজশাহীতে শ্রমিকদলে ‘লীগের’ অনুপ্রবেশ নিয়ে বিএনপি নেতা নজরুল হুদার হুশিয়ারি (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঠেকাতে হুশিয়ারি উচ্চারণ করেছেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নজরুল হুদা
সম্প্রতি নগরীর মালোপাড়ায় তার কার্যালয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিটিসি নিউজকে এক বিশেষ সাক্ষাতকার প্রদানকালে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন।
নজরুল হুদা বলেন, বাংলাদেশে যারা শ্রমিকদল করেন, তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসে বিভিন্ন ডিস্ট্রিক্টে ট্র্যান্সফার হিসেবে চাকরি করেন। তারা কোথায় কী করেন না করেন, বা আওয়ামী লীগ পরিবারের লোক এসে এখানে বিএনপি করেন বা যেখানে যে অবস্থা সে অনুযায়ী রাজনীতি করেন তারা। তার জন্য আমি জাতীয়তাবাদী শ্রমিকদলকে অনুরোধ করবো যে, বর্তমানে প্রেক্ষাপটে প্রতিটা বায়োডাটা যে ডিস্ট্রিক্টের লোক হোক, সে ডিস্ট্রিক্টের বায়োডাটা এবং পারিবারিক থেকে আসতে হবে।
বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, নিজের সে ডিস্ট্রিক্টে কোন দল করে, তার সঠিকটা কী, সঠিকটা জানার বিষয় আছে। যদি না জানা যায়, তার ডিস্ট্রিক্টে আওয়ামী লীগ করে, রাজশাহী এসে বিএনপি করে। রাজশাহীতে আওয়ামী লীগ করে, অন্য ডিস্ট্রিক্টে বিএনপি করে, এ ধরণের বিভিন্ন ঘটনার পরিস্থিতি চলছে; বা আগেও চলেছে, এখনো চলছে।
নজরুল হুদা আরও বলেন, অতএব আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করি, শ্রমিকদলের লোককে আমি অনুরোধ করি, এই ব্যাপারে প্রতিটা লোক ওয়ার্ড ভিত্তিক থেকে, এলাকা থেকে তার বায়োডাটা, তার সনদপত্র দিবে। যে হ্যা, তার পরিবার বিএনপি করে। এখন কেউ আওয়ামী লীগ করে, এখানে শ্রমিকদল করছে, এ ধরণের বিভিন্ন ঘটনা আমাদের দলে ঘটেছে বা ঘটছে, বর্তমানে পরিস্থিতি হয়েছে।
আন্দোলন নিয়ে তিনি বলেন, বর্তমানে যে রাজনীতির প্রেক্ষাপট, আওয়ামী লীগ বাঁচার জন্য বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পর্কিত হয়। তারা আসলে আওয়ামী লীগ ছিল। তারা বাঁচার জন্য এই কাজ করছে, এভাবে তারা বেঁচেও গেছে।
সনদপত্র দেখে জাতীয়তাবাদী শ্রমিকদলে সম্পৃক্ত করার কথা জানিয়ে নিজের স্পষ্ট বার্তা তুলে ধরেন মহানগর বিএনপির এই সিনিয়র যুগ্ম আহবায়ক।
নজরুল হুদা বলেন, আমি চাই, সারা বাংলাদেশে যাচাই-বাছাই করে পূর্ণভাবে চাকরি যারা করে তাদের জন্য এটা অতি প্রয়োজনীয় যে, প্রতিটা এলাকা থেকে তাদের সনদপত্র লাগবে। যারা বিএনপির বায়োডাটা নিয়ে আসবে তাদের, তারা শ্রমিকদল করবে। তাছাড়া শ্রমিকদল করার কোনো অধিকার নাই।
সর্বশেষ হুশিয়ারি উচ্চারণ করে নজরুল হুদা বলেন, যদি জানা যায় যে, আওয়ামী লীগ করে, যে তাদেরকে কমিটি অনুমোদন দিবে তাদের বিরুদ্ধে বিএনপি রাজশাহী মহানগর থেকে যদি করায়, দলীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.