নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যকে ‘অপমানজনক’ উল্লেখ করে এর প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
রাবির বিভিন্ন হল ঘুরে রাত ১২টা ২০ মিনিটে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে।
বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক আন্দোলনের পরেও তাদের অপমান করা হয়েছে।
আন্দোলনরত ভেটেরিনারি বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ বলেন, ‘আমাদের অপমান করে যে বক্তব্য দেওয়া হয়েছে আমি এর প্রতিবাদ জানাচ্ছি।’
পরে রাত ১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।
সেখানে প্রতিবাদ বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা রাত পৌনে ২টার দিকে নিজ নিজ হলে ফিরে যায়।
রোববার বিকেলে বঙ্গভবনে সাম্প্রতিক চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা (কোটা) পাবে না, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা (কোটা) পাবে? সেটা আমার প্রশ্ন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.