নিজস্ব প্রতিবেদক:রাজশাহী মডার্ন বক্সিং ক্লাবের উদ্দ্যোগে ও আসাদ ইন্টারন্যাশনাল বক্সিং এরিনা লিমিটেডের ব্যবস্থাপনায় বালক ও বালিকা বিভাগের বিভিন্ন ওজন শ্রেনীতে ৮০ জন বালক বালিকা অংশ গ্রহন করে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত রাতে দুইদিনব্যাপী বক্সিং প্রতিযোগিতা জেলা জিমনাসিয়ামে শেষ হয়েছে।
এই প্রতিযোগিতায় বালক বিভাগে ১৮ কেজি ওজন শ্রেনীতে মোঃ সোয়াব, ২২কেজিতে মোঃ নুর, ২৫কেজিতে মোঃ আরাফ,৩২ কেজিতে মোঃ সযন,৩৫ কেজিতে মোঃ নিরব,৩৮কেজিতে মোঃ শাওন, ৪২কেজিতে মোঃ সাদামান সিয়াম, ৪৫ কেজিতে মোঃ ষোলেমান বাবু, ৪৮ কেজিতে কামরুল হাসান, ৫১ কেজিতে সারোয়ার জাহান,৫৪ কেজিতে মিনহাজ, ৫৭কেজিতে মোঃ আলসানি, ৬০ কেজিতে মোঃ আকিব, ৮০ কেজিতে মোঃ জোবায়েদুর রহমান ১ম স্থান অধিকার করে।
বালিকা বিভাগে ৩৫ কেজিতে মোসাঃ তন্নী ও ৪২ কেজি ওজন শ্রেনীে মোসাঃ লিসা ১ম স্থান অধিকার করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদ ইন্টারন্যাশনাল বক্সিং এরিনা লিমিটেডের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান।
মডার্ন বক্সিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম মাসুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সহ-সভাপতি মোঃ খায়রুল আলম ফরহাদ, সাঁতার সমিতির সাবেক সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, মোঃ হাসনাত হোসেন জন ও ইব্রাহিম হায়দার।
বক্সিং পরিচালনা করেন খায়রুল, সুমন, জনি, আরিফ, টিপু, ফয়সাল, দোলন ও শাকিল। এ সময় রাসিকের সহকারী জনসংযোগ অফিসার রকিবুল হক তুহিনসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.