নিজস্ব প্রতিবেদক:যান্ত্রিক ত্রুটির কারণে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কয়েক দফা থেমেছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাতটার দিকে নগরের বুধপাড়া এলাকায় ট্রেনটি থেমে যায় এবং প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে থাকে। এরপর আরও কয়েকবার থেমে হরিয়ান স্টেশনে পৌঁছায় ট্রেনটি।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, বৃষ্টির কারণে ট্রেনটির হুইল স্লিপ করছিল। এ কারণে ট্রেনটি ধীরে চলেছে এবং মাঝে মাঝে থেমেছে। বর্তমানে ট্রেনটি ঈশ্বরদী স্টেশনের কাছাকাছি রয়েছে। সেখানে চাকায় বালু দেওয়া হবে, যাতে চাকা স্লিপ না করে।
এই পরিস্থিতির কারণে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ১৮ মিনিট দেরিতে ছেড়েছে বলে জানান শহিদুল ইসলাম। হরিয়ান স্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি থেমে থাকায় বনলতাকে ক্রসিংয়ের সুযোগ দেওয়া হয়। তবে সিল্কসিটি এক্সপ্রেস নির্ধারিত সময়ে সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
স্টেশন সূত্রে জানা গেছে, মধুমতি এক্সপ্রেস রাজশাহী থেকে সকাল ৬টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে বিভিন্ন স্থানে থেমে ট্রেনটি প্রায় ৪০ মিনিট সময় নষ্ট করেছে।
নগরের বুধপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা বিটিসি নিউজকে জানান, ট্রেনটি কয়েকবার থেমে যায়। তারা ভেবেছিলেন রেললাইনে সমস্যা হয়েছে। তবে পরবর্তী কোনো ট্রেন ওই এলাকায় থামেনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিজি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.