নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কয়েক দিন ধরেই বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমজনিত সমস্যায় বাড়ছে ডায়রিয়া, জন্ডিস ও আমাশয়ের মতো রোগ।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেল ৩টায় রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু তাপপ্রবাহের মধ্যে পড়ে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
নগরীর রিকশাচালক নবাব বলেন, ‘ঈদের ছুটির কারণে এমনিতেই যাত্রী কম, তার ওপর প্রচÐ গরমে বাইরে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তবু সংসার চালাতে রোদে বের হতে হচ্ছে।
রুয়েট গেটে আখের রস বিক্রেতা বাবু বলেন, প্রচন্ড গরমে কাজ ছাড়া লোকজন বাড়ি থেকে বের হচ্ছেন না। তবে বিকালের পর থেকে লোকজনবের হয়, তখন রস বিক্রিও বাড়ে।
আখের রস খেতে আসা রনি বলেন, এই গরমে শরীর ঘামে ভিজে গেছে। ঘামের ঘাটতি পূরণ করতেই আখের রস খাচ্ছি। কিছুক্ষণ আগেই লেবুর শরবতও খেয়েছি।
আবহাওয়া অফিস জানায়, সর্বশেষ ৩ জুন রাজশাহীতে ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এরপর থেকে তাপমাত্রা বাড়তে থাকে। গেল কয়েক দিনে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে।
আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা লতিফা হেলেন বলেন, তাপমাত্রা যদি ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। এ হিসেবে রাজশাহীতে বর্তমানে মৃদু তাপপ্রবাহ চলছে।
তিনি আরও জানান, ধীরে ধীরে তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে এ অবস্থায় সবার সতর্ক থাকা জরুরি। শিশু ও বৃদ্ধদের বেশি যতেœ রাখা দরকার বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.