রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস নানা আয়োজনে পালিত

নিজস্ব প্রতিবেদক: ‘হৃদয়ের যত্ন হোক সর্বজনীন’ এই প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস-২০২৪ উপলক্ষে বিনামূল্যে হার্ট ক্যাম্প, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলেক্ষ মহানগরীর বাকীর মোড় হার্ট ফাউন্ডেশনের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ডাশপুকুর বাইপাশ হয়ে হার্ট ফাউন্ডেশনে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহীর ডাইরেক্টর কাম চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ রইছ উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক।
এসময় রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর মোহাঃ হবিবুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা: মো জাহিদুস সাঈদ, হার্ট ফাইন্ডেশনের নির্বাহী সদস্য সহযোগী অধ্যাপক ডা: আবু হেনা মোস্তফা কামাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: এস.এম সানজিদুল ইসলাম সিদ্দিকী সবুজ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডা: এ. এস. এম সায়েম বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, হৃদপিন্ড দেহের মূল চালিকাশক্তি। তাই হৃদপিন্ডকে সুস্থ ও কার্যকর রাখতে জনপরিসরে চিকিৎসার পাশাপাশি হৃদরোগ প্রতিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিকল্প নাই। হৃদরোগ চিকিৎসা সেবায় চিকিৎসকবৃন্দকে অধিকতর যত্নশীল হওয়ার আহ্বান জানান বক্তরা।
আলোচনা শেষে বিনামূল্যে হার্টক্যাম্পে মোট ১০৫ জন হৃদরোগীকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি সুজন হোসেন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.