রাজশাহীতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিএসটিআইয়ের সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের বিএসটিআইয়ের সার্ভিল্যান্স কার্যক্রম ও পণ্যের মান নিয়ন্ত্রণ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর উদ্যোগে মহানগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মহানগরীর সপুরা বিসিক শিল্প নগরীর মেসার্স পদ্মা ফ্লাওয়ার মিলস প্রতিষ্ঠানটির উৎপাদিত ময়দা পণ্যের নমুনা অন্তর্বতী মান পরীক্ষণের জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। এছাড়া আটা ও ময়দা পণ্যের নতুন ব্রান্ড সংযোজনের আবেদন গ্রহণ করা হয়েছে।
এছাড়াও, ১০৯, বিসিক শি/ন, পদ্মা বেকারি প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। মহানগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা মেসার্স বিউটি ঘি, প্রতিষ্ঠানটির উৎপাদিত ঘি পণ্যের বকেয়া বিল আদায় করা হয়েছে।
বিসিক শি/ন, ওয়ারিশ শাহ কেমিক্যাল প্রতিষ্ঠানটির উৎপাদিত ফ্লোর লিকুইড ডিটারজেন্ট (ড্যাম্প ফিক্স) এর লেবেলে অবৈধ ভাবে বিএসটিআইয়ের অনুমোদিত উল্লেখ করায় নিয়মিত আদালতে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
মহানগরীর অলোকার মোড়ে লক্ষী পেস্ট্রি হাউস প্রতিষ্ঠানটির উৎপাদিত কেক পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। বিসিক শি/ন, সুমন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটির উৎপাদিত মুড়ি ও স্পাইসেস পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে।
উলি­খিত প্রতিষ্ঠানসমুহকে পণ্যের মান সর্বদা সংশ্লিষ্ট বাংলাদেশ মানের সমপর্যায়ে রেখে বিক্রয় ও বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে।
উক্ত অভিযানে বিএসটিআই রাজশাহী এর কর্মকর্তা জনাব মো: জহুরুল হক, সহকারী পরিচালক (সিএম) ও এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.