রাজশাহীতে বিজিবির সংবাদ সম্মেলন — লেঃ কর্ণেল হাসিবুল
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজশাহীতে বিজিবি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সংবাদ সম্মেলনে করেছে। সংবাদ সম্মেলনে সীমান্ত দিয়ে গরু চোরাচালান, চামড়া পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। রাজশাহী বিজিবি বিগত কয়েক দিনে উল্লেখযোগ্য সংখক ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়েছে।
এছাড়াও গরু চোরাচালান সিন্ডিকেটের ২ জন সদস্যকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।
বৃহস্প্রতিবার (৫ জুন) বিকেলে সাংবাদিকগনের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিজিবি রাজশাহী ব্যাটালিয়ন ১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসিবুল হক পিপিএম পিএসসি এসব কথা বলেন।
এছাড়াও তিনি বলেন দেশের চাহিদা অনুযায়ী দেশীয় পশু মজুদ রয়েছে।
চোরাচালানের কারনে দেশীয় খামারিরা যেন ক্ষদিগ্রস্থ না হয় সেজন্য বিজিবি সীমান্তে প্রতিযোধমূলক ব্যবস্থা গ্রহন করেছে। একুইভাবে ঈদের পওে কুরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার না হয় সেজন্যও বিজিবি সীমান্তে কঠোর নজরদারী করা হচ্ছে।
তিনি আরোও বলেন ঈদেও ছুটিতে দেশের জনগন নিরাপদে ঈদ উদযাপন করতে পারে সে বিষয়েও বিজিবি সদস্যরা সীমান্তের নিরাপত্তা জোরদার,দেশের অভ্যন্তরীন আইনশৃংক্ষলা রক্ষা ও ঈদ জামায়াত ইত্যাদির নিরাপত্তা বিধানে সজাগ রয়েছে।
সাম্প্রতিক কালে সীমান্ত দিয়ে পুশইন প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি জনসাধারণকে সাথে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশইন করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সাথে বিভিন্ন সময় পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ করে আসছে বলেও জানান তিনি। এ সময় বিজিবি-১ ব্যাটালিয়নের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই–সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.