নিজস্ব প্রতিবেদক: দুই সন্তানকে নিয়ে অটোরিকশা থেকে নামাছিলেন মা। এ সময় বাস এসে চাপা দিয়ে চলে গেল সাত বছরের শিশু মারিয়া আক্তার যুথিঁকে। মুহূর্তেই হারিয়ে গেল শিশুটির প্রাণ। নিজের শিশু সন্তানের এমন করুণ মৃত্যু দেখে মা দিশেহারা। তার আরেক শিশুসন্তানও দেখলো চোখের সামনেই কীভাবে তার বোনকে পিষে হত্যা করলো চালক! আজ দুপুরে রাজশাহী নগরীর ভদ্রায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাজশাহী মেহেরচণ্ডী এলাকার বাসিন্দা হাসান মোল্লার সন্তান।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, মঙ্গলবার দুপুরে ভদ্রা মোড়ে ব্যাটারিচালিত রিকশা থেকে নামার সময় পেছন থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। এসময় শিশু মারিয়া ছিটকে পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এসময় উত্তেজিত জনতা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যালের মর্গে নিয়ে যায়। বাসটি আটক করা যায়নি। তবে সেটি কোন পরিবহনের সিসি ক্যামেরা দেখে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.