নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৫দিন ব্যাপী বিএফএফ গ্রাসসুট কোচিং কোর্স বুধবার (৮ জানুয়ারী) দুপুর ১টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শেষ হয়েছে।
এই কোচিং কোর্সে বিভিন্ন জেলার ৪০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে। কোচিং কোর্সে প্রশিক্ষন প্রদান করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষক মামুন বাবু। প্র
শিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান করেন অনুষ্টানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মমিনুল হাসান। এর আগে তিনি বলেন খেলাধুলার বিকল্প ন্ইা। পাচদিনের কোর্স হচ্ছে খেলোয়াড় ও প্রশিক্ষনার্থীদের হাতে কলমে প্রশিক্ষন গ্রহন করে নিয়ম নীতি বাস্তবায়ন করা ও একজন প্রশিক্ষক হিসেবে খেলোয়াড়দের প্রশিক্ষন দেয়া। যাতে করে একজন খেলোয়াড় আইনকানুন মেনে জাতীয় ও আন্তজার্তিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে। বর্তমানে মাদকের চেয়ে মোবাইল ব্যবহারে ভয়ানক রুপ নিয়েছে যা পরিহার করা ও বিরত থাকা।
এ সময় সহকারী কমিশনার(গোপনিয়) ফাবলিহা আনবার,বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. আখতারুজ্জামান রেজা তালুকদার, রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম সিরাজ, নির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমানরতনসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.