রাজশাহীতে ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: র‌্যাব-৫ রাজশ্হাী ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প (২১ মার্চ) রাত সাড়ে ৩টায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন টাঙ্গনপূর্বপাড়া নামক এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ টাঙ্গন পূর্বপাড়ার মৃত আজিজুল সরদারের ছেলে মোঃ জসীম উদ্দিন (২৮) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দাযের করা হয়েছে বলে র‌্যাব-৫ রাজশাহী প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসানই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.