বিশেষ প্রতিনিধি:র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ইং ২৭ নভেম্বর ২০২৩ তারিখ ১৭.০০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানাধীন খরখড়ী নামক স্থানের মেসার্স এন.বি ফিলিং স্টেশন এর অপর পার্শ্বে রাজশাহী টু ঢাকা বাইপাস সড়কের পার্শ্বে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময় ঘটনাস্থলই গ্রেফতারকৃত আসামী ১/ মোঃ রায়হাতুল সালমান রাজ (১৯), পিতা- মোঃ আব্দুস ছালাম, সাং- হাট কানপাড়া, পোঃ বখতিয়ারপুর, থানা- দূর্গাপুর, জেলা- রাজশাহী এর নিকট হতে যথাক্রমে, (ক) ০১টি বিদেশি পিস্তল, (খ) ০১টি ম্যাগজিন, (গ) ০২ রাউন্ড গুলি উদ্ধার করেন র্যাবের একটি চৌকস অভিযানিক দল।
ঘটনার বিবরণে প্রকাশ : গ্রেফতারকৃত আসামী অপরাপর পলাতক আসামীগনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের ব্যবসা করে আসছিল। র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, সে এবং অপরাপর পলাতক আসামীগনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের ব্যবসা করিত।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আরএমপি, চন্দ্রিমা থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।
ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.