রাজশাহীতে পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে ড্রেনের পানিতে ডুবে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনা ঘটেছে রাজশাহী নগরীর বুধপাড়া এলাকায়। নিহত গৃহবধু হলেন,ওই এলাকার রেজার স্ত্রী লাইলী বেগম (২৬)।
এলাকাবাসী বিটিসি নিউজ প্রতিনিধিকে জানায়, ওই গৃহবধু অসুস্থ ছিলেন। তার মৃগী রোগ ছিল প্রায় তার এ সমস্যা হতো। আজ দুপুরে ড্রেনের পাশে খড়ি নিতে গিয়ে কোন ভাবে পানিতে পরে যায়। পরে স্বজন ও এলাকাবাসী উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, ওই গৃহবধু পানিতে ডুবে মারা গেছে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.