নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর দূর্গাপুরে যৌতুক না পেয়ে বউকে পিটিয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী মোঃ শাহিনুরকে গ্রেফতার করেছে র্যাব-৫। রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ শাহিনুর (৩০), সে রাজশাহীর দূর্গাপুর থানার আনুলিয়া গ্রামের মোঃ আঃ জলিলের ছেলে। রবিবার দুপুরে ব্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গত ৫ বছর পূর্বে মোছাঃ আফরিন আক্তার বৃষ্টির (২২), সাথে মোঃ শাহিনুরের (৩০) বিবাহ হয়। বিবাহের পর থেকেই বৃষ্টির শশুর বাড়ীর পক্ষ থেকে যৌতুক দাবী করে আসছিলো। পরিবার মেয়ের সুখের কথা বিবেচনা করে আড়াই লাখ টাকা যৌতুক দেয় শাহিনুরকে। এর পরেও তার বাবা ও মায়ের প্ররোচনায় গৃহবধূকে যৌতুকের জন্য বিভিন্ন সময়ে মারপিট এবং শারীরিক নির্যাতন ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে। পরে বিদেশ যাওয়ার জন্য শাহিনুর ৩ লাখ টাকা দাবী করলে তাকে পুনরায় ২ লক্ষ ১০ হাজার টাকা প্রদান গৃহবধূর পরিবার। এর পরেও গৃহবধূ বৃষ্টিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে এবং আরো টাকার জন্য চাপ দিতে থাকে।
এরই ধারাবাহিকতায় (১৪ মার্চ) দুপুরে ২টায় যৌতুকের দাবিতে গৃহবধূ বৃষ্টিকে নিজ শয়ন কক্ষের ভিতরে দরজা-জানালা বন্ধ শাহিনুর, তার মা- বাবা ও ননদ মিলে মারপিট করে ঘরের ভিতর মরদেহ ফেলে দরজা-জানালা বন্ধ করে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত বৃষ্টির পিতা বাদী হয়ে দূর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর গত (১৬ মার্চ) দুপুর ২টায় র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে হত্যা মামলার ২নং আসামী মোঃ আঃ জলিল (৫৫) ও ৩নং আসামী মোছাঃ শ্যামলীকে (৩৫) দূর্গাপুর থানাধীন আনুলিয়া এলাকা থেকে গ্রেফতার করে। কিন্তু মূলহোতা ঘাতক স্বামী পালাতে পালিয়ে যায়।
অবশেষে রবিবার সকাল সাড়ে ৮টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম বাজার এলাকা থেকে ঘাতক স্বামী শাহিনুরকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার আসামী শাহিনুরকে রবিবার দুপুরে দূর্গাপুর থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধিমো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.