রাজশাহীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আহত দুইজন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। সোমবার বেলা ৩টার দিকে তানোর-মুণ্ডুমালা সড়কের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন, জাহিদ আলম মেহেদী (৪৫), ইউএস বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ। তিনি রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী নগরের শিরোইল কলোনি এলাকায়।
অপরজন হলেন মো. পলাশ (২৬), যিনি একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, পলাশ মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং জাহিদ তার পেছনে বসা ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়। পলাশকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন, ভূপেন (২৬) ও রিয়াজ (৩০)। তারা তানোর উপজেলার গোল্লাপাড়া এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তানোর থানার ওসি মিজানুর রহমান বিটিসি নিউজকে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.