রাজশাহীতে দিনে-দুপুরে কন্যা শিশুকে অপহরণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দিনে দুপুরে কন্যা শিশুকে তুলে নেয়ার চেষ্টার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত স্বাপেক্ষে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ইয়্যাস।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে গণমাধ্যমকে ইমেল বার্তায় এ দাবির বিষয়টি জানান যুব সংগঠনটি।
উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ইয়্যাস এর সভাপতি মো. শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক যৌথভাবে এ ইমেইল বার্তা প্রেরণ করেন। ইমেইল বার্তায় তারা বলেন, দেশের অন্যতম শান্তির ও নিরাপদ নগরী রাজশাহী। অথচ এই নিরাপদ ও শান্তির নগরীতে মানুষের নিরাপত্তা ঝূঁকির সম্মূখিন।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন কয়ের দাড়া এলাকার নেকতারের গলি থেকে গত বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে ৭ বছরের এক কন্যা শিশুকে অপহরন ও ধর্ষণের উদ্দেশ্যে তুলে নিয়ে যাবার চেষ্টা করা হয়েছে।
এ বিষয়ে ভিকটিমের পিতা বাদি হয়ে ঘটনার দিন রাতেই বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০২০ এর ৭ ধারায় একটি অপহরণ মামলা (মামলা নং ১১) দায়ের করেছেন। আমরা এ মামলার অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তিন দাবি জানাচ্ছি। একই সাথে ভিকটিম ও ভিকটিমের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের অযথা হয়রানি না করার আহবান জানাচ্ছি।
এই মামলার এজাহারের বরাত দিয়ে ইয়্যাস জানিয়েছে যে, একমাত্র আসামী মো. জনি ওরফে শামীম (৩৫)। সে বিলপাড়া কয়েরদাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। সে ইতোপূর্বে আরো অনেক শিশু বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে অপকর্ম করেছে। এমনকি তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান আছে। যা থেকে প্রতীয়মান হয় যে অপরাধী সাধারণ কোন অপরাধী নয়।
তাই বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত তার বিরুদ্ধে হওয়া প্রতিটি মামলা গভীরভাবে অনুসন্ধান করে তথ্য প্রমাণের ভিক্তিতে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠনইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ইয়্যাস।
প্রসঙ্গত, কন্যাশিশুকে তুলে নেয়ার চেষ্টার ঘটনা সম্পর্কে অবগত হয়ে এ বিষয়ে খোঁজ খবর নেয়ার জন্য গত ১৪ আগস্ট দুপুরে ও সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় যান উন্নয়ন গবেষণাধর্মী যুব সংগঠনইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ ইয়্যাস এর সভাপতি মো. শামীউল আলীম শাওন ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান আতিক। তারা ভিকটিম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদেও ন্যায্য বিচার নিশ্চিতে তাদেও পাশে থাকার আশ্বাস দেন। এছাড়াও তারা থানায় কর্তৃব্যরত অফিসারের সঙ্গে কথা বলেন। এসম য়সংগঠনের নেতারা পুলিশকে ভিকটিম ও তার পরিবারকে সব ধরণের আইনি সহায়তা নিশ্চিত করার আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ই-সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.