নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর গুরিপাড়া এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবদল নেতা মিলানের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল রবি।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় মিলানের পরিবারের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।
নেতারা জানান, এটি শুধু উপহার নয়, তাদের প্রতি বিএনপির অকৃত্রিম ভালোবাসা ও সমর্থনের প্রতীক।
এ সময় মহানগর যুবদলের নেতারা বলেন, “মিলান গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে জীবন দিয়েছেন। তার পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, এবং ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকব।”
মিলানের পরিবার তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এটি শুধু ঈদ উপহার নয়, বরং আমাদের জন্য মানসিক ও নৈতিক শক্তির উৎস।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা নারায়ণগঞ্জে সংঘটিত সহিংসতায় মিলান নিহত হন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.