রাজশাহীতে তারুণ্যের আরচ্যারী উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক: বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসো দেশ বদলাই প্রথিবী বদলাই তারুণ্যের আরচ্যারী উৎসব উদযাপনের বিভিন্ন কর্মসুচি মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পালিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রনালযের আয়োজনে, বাংলাদেশ আরচ্যাারী ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুক্রবার (৩১ জানূযারী) সকাল ১০টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম থেকে ব্যান্ডপার্টির তালে তালে র‌্যালীর যাত্রা শুরু হয়। র‌্যালীটি নগরীর গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে ফিরে আসে স্টেডিয়ামে।
র‌্যালী শেষে সেচ্ছায় রক্তদান, শীতের পিঠাপুলি,দিনব্যাপী প্রদর্শনী ওপেন আরচ্যারী প্রতিযোগিতা ও দেশীয় গম্ভীরা গান অনুষ্টিত হয়। আরচ্যারী ওপেন প্রতিযোগিতায় ছেলেদের বিভাগে তুসার, মেয়েদের বিভাগে সারা ও জুনিয়র বিভাগে আতিন স্বর্ণ পদক লাভ করে।
উদ্বোধনী অনুষ্টানের আগে আরচ্যারীর সাউতাল পরিবারের নারীরা নাচের তালে তালে ও কাসার থালে পা ধুয়ে দিয়ে অতিথিদের বরন করে নেন। বেলুন ফেষ্টুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সাবির্ক) মোঃ মহিনুল হাসান।
এর আগে তিনি বলেন আরচ্যারীকে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক,মানসিক ও নান্দনিক বিকাশসহ প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষে তারুণ্যের উৎসব আরচ্যারীর নানা আয়োজন। এই ওপেন আরচ্যারী প্রতিযোগিতা থেকেই বেরীয়ে আসবে হাজারো আরচ্যার। আর তারাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে মাথা উচু করে দাড়াতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল রাজশাহীতে আরচ্যারী প্রশিক্ষন ক্যাম্পের পরিচালনার জন্য জায়গা বরাদ্দের জন্য অনুরোধ জানালে তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় জায়গা বরাদ্দ দেবার ঘোষনা দেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ফাস্ট ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ গোষ্টিী কালচারাল একাডেমীর উপ-পরিচালক বেনজামিন টুডু, আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্টাতা নির্বাহী সদস্য শেখ মোঃ আজিজুর রহমান বাচ্চু, নির্বাহী সদস্য মোঃ ফারুক ঢালী, জাতীয় আরচ্যারী কোচ জার্মান নাগরিক মি. মার্টিন প্রেডরিক। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার।
এ সময় আরচ্যারী ফেডারেশনের সাধারণ সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চু, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক নির্বাহী সদস্য মোঃ তৌফিকুর রহমান রতন, কারাতে সমিতির সাবেক সভাপতি মোঃ বকুল হোসেনসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.