নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র গঠন ও রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী নীতি ও আদর্শ বাস্তবায়নে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক সেমিনার ও শহিদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী বোয়ালিয়া থানাধীন গ্রেটার রোড শাহ ডাইন কমিটি সেন্টারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, রাজশাহী জেলা শাখার আয়োজনে সেমিনার ও শহিদদের জন্য এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, রাজশাহী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আহমাদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাওলানা শেখ তৈবুর রহমান নিজামী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ কামাল উদ্দিন সিরাজ। রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে প্রফেসর ড. মওলা আবু সালেহ ত্বহা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মির্জা হুমায়ুন কবির প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৬ বছর স্বৈরাচারী সরকার দুর্নীতির মাধ্যমে অন্যের অবিচার করে দেশকে দুনিয়ার জাহান্নামে পরিচিত করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র বাংলাদেশকে পৃথিবীর বুকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচিত করেছে। জুলাই গণঅভ্যর্থনে যথাযথ বিচার এবং এই হত্যাকাণ্ডে যারা সহযোগিতা করেছে তাদেরকে নিষিদ্ধ করা-সহ দুর্নীতির সাথে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা করতে হবে। ছাত্র জনতার এক সাগর রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি তা কোনভাবে ভুলন্ঠিত হতে দেওয়া যাবেনা। আগামীতে আর কোন স্বৈরাচারী শাসক যেন বাংলাদেশে ক্ষমতায় আসতে না পারে সেদিকে খেয়াল করতে হবে।
এছাড়াও আগামীর কল্যাণ রাষ্ট্র, ইসলামি রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.