নিজস্ব প্রতিবেদক: “খরা দুর্যোগের আর্তনাদ শুনতে কি পাও” শিরোনামে রাজশাহীতে জলবায়ু গণ-পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর উদ্যোগে ‘কপ ২৮’ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জন্য জলবায়ু ন্যায্যতা ও বৈশ্বিক জলবায়ু তহবিলের দাবিতে এ জলবায়ু পদযাত্রা মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছরের মতো আসছে ৩০ নভেম্বর এবার বৈশ্বিক নেতা ও নীতিনির্ধারণীদের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ) ‘কপ-২৮’ অনুষ্ঠিত হতে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দুবাই ‘কপ-২৮’ সম্মেলন মঞ্চের কাছে আমাদের জলবায়ু গণ-পদযত্রা থেকে দাবিসমূহ হলো, কপ- ২৮ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের খরা দুর্যোগ, পানি সংকট সমাধানসহ ও বাংলাদেশের জন্য জলবায়ু ন্যায্যতায় সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের জন্য ঘোষিত জলবায়ু তহবিল ছাড়ের দ্রুত ব্যবস্থা নিতে হবে।
ধনী দেশগুলোর শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতি জলবায়ু তহবিল দ্রুত ছাড় দিতে হবে। খরা মোকাবলোয় বরেন্দ্র অঞ্চলে জরুরীভিত্তিতে পানি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে হবে। বরেন্দ্র অঞ্চলের জন্য পৃথক ‘খরা ও জলবায়ু তহবিল’ গঠন করাসহ ‘খরা ভাতা’ চালু করতে হবে। বৈশ্বিক উষ্ণতাকে সীমিত করতে আসন্ন ‘কপ-২৮’ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার সিদ্ধান্ত নিতে হবে।
মানববন্ধন শেষে একটি গণ-পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি রাজশাহী জিরো পয়েন্ট থেকে সুরু করে গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোর সমূহ প্রদক্ষিণ করে বড়কুঠি মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.